বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

নকলায় ভটভটি উল্টে ১০ম শ্রেণীর শিক্ষার্থী নিহত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২২১ বার পঠিত

শেরপুরের নকলায় ভটভটি উল্টে নাজমুল হাসান লিখন (১৬) নামে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে নকলা পৌরসভার পশ্চিম জালালপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

শনিবার (২১ জানুয়ারী) বিকেলে তিন বন্ধু মিলে জালালপুর থেকে ভটভটি দিয়ে ঘুরতে যাওয়ার সময় বানেশ্বরদী ইউনিয়নের বাউশা এলাকার তোফাজ্জলের বাড়ির পাশের রাস্তার মোড় ঘুরানোর সময় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে লিখন ভটভটির নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত নাজমুল হাসান লিখনকে নকলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল ইসলাম তাকে মৃত্যু ঘোষণা করেন। পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহাম্মেদ লালন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে নকলা থানার পুলিশ মরদেহ থানার হেফাজতে নেওয়া হেয়েছে। এদিকে বিনা ময়না তদন্তে মরদেহ দাফন করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন নিহতের স্বজনরা। ভটভটি এখনো ঘটনাস্থলে উল্টে পড়ে আছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরর প্রস্তুতি চলছে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহাম্মেদ লালন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।