শেরপুরের নকলায় ভটভটি উল্টে নাজমুল হাসান লিখন (১৬) নামে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে নকলা পৌরসভার পশ্চিম জালালপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
শনিবার (২১ জানুয়ারী) বিকেলে তিন বন্ধু মিলে জালালপুর থেকে ভটভটি দিয়ে ঘুরতে যাওয়ার সময় বানেশ্বরদী ইউনিয়নের বাউশা এলাকার তোফাজ্জলের বাড়ির পাশের রাস্তার মোড় ঘুরানোর সময় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে লিখন ভটভটির নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত নাজমুল হাসান লিখনকে নকলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল ইসলাম তাকে মৃত্যু ঘোষণা করেন। পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহাম্মেদ লালন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে নকলা থানার পুলিশ মরদেহ থানার হেফাজতে নেওয়া হেয়েছে। এদিকে বিনা ময়না তদন্তে মরদেহ দাফন করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন নিহতের স্বজনরা। ভটভটি এখনো ঘটনাস্থলে উল্টে পড়ে আছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরর প্রস্তুতি চলছে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহাম্মেদ লালন।