শেরপুর সদর উপজেলায় আব্দুর রফিক নামের এক কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। নিহত আব্দুর রফিক বাজিতখিলা প্রতাবিয়া গ্রামের মৃত শাহা ফকির মিয়ার ছেলে।
শুক্রবার (২০ জানুয়ারী) সকালে উপজেলার বাজিতখিলা প্রতাবিয়া গ্রামের একটি কাঠ বাগান থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের অভিযোগ- জমি সংক্রান্ত বিরোধের কারনে একই এলাকার আঙ্গুর ও তার লোকজন রফিককে খুন করে ফেলে রেখেছে।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত এগারোটার সময় রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে যাওয়ার পরে রাতে আর বাড়িতে ফিরে আসেনা।
শুক্রবার সকালে স্থানীয় লোকজন রফিকের বাড়ির পাশের এক কাঠ বাগানে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ রক্তাক্ত মরদেহ উদ্ধার করে এবং দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আবু সাইম বলেন, মরদেহ উদ্ধার করে শেরপুর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও সঠিক তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।