সরকারি দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি জাতীয় সংসদের নতুন উপনেতা নির্বাচিত হওয়ায় নকলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মতিয়া চৌধুরী-এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (১৬ জানুয়ারী) বিকেলে সংসদ উপনেতার রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সে গিয়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগসহ উপজেলার অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আম্বিয়া খাতুন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ-এঁর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন, মো. খলিলুর রহমান ও আলহাজ্ব আনিসুর রহমান সুজা; দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম সুহেল, তথ্য ও গবেষণা সম্পাদক মোছা. আঞ্জুমান আরা বেগম রুমি, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মো. মুনসুর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. গোলাম হাফিজ সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক হীরা, মো. ছামিউল হক মুক্তা ও মো. আব্দুর রশিদ সরকার, সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল মুনসুর ও মো. শামীমুজ্জামান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষে সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে সদস্য মো. আইয়ুব খান, মো. সরফরাজ খান, মো. আকরাম হোসেন ও মো. মর্তুজ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন ফকিরের নেতৃত্বে উপজেলা মৎস্যজীবী লীগের পক্ষে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে দপ্তর সম্পাদক ছাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
তাছাড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনকের নেতৃত্বে ও নকলাবাসীর পক্ষে এডভোকেট ফাইম হাসনাইন ও স্বপন মিয়ার নেতৃত্বেও জাতীয় সংসদের নতুন উপনেতা মতিয়া চৌধুরী এম.পি-এঁর সাথে শুভেচ্ছা বিনিমিয়সহ ফুললে শুভেচ্ছা বিনিময় করা হয়।
উল্লেখ্য, প্রবীণ রাজনীতিক ব্যক্তিত্ব ৮১ বছর বয়সী বর্ষিয়ান নেতা মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা মনোনীত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) রাতে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের এক সভায় এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভার সভাপতিত্ব করেন। এই সংবাদ গনমাধ্যমে প্রকাশের পরে বিভিন্ন মহলের ফেইসবুক টাইম লাইনে অভিনন্দন বার্তা পোস্ট করার ঝড় উঠেছিলো।