শেরপুরের নকলায় জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ কর্মশালা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে রোববার (১৫ জানুয়ারী) বিকেলে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রতিটি বিষয়ের প্রশিক্ষনার্থীদের উদ্যোগে আলাদা ভাবে সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর অংশ হিসেবে ষষ্ঠ শ্রেণীর কক্ষে জীবন ও জীবিকা বিষয়ের প্রশিক্ষণার্থীদের আয়োজনে প্রশিক্ষক কামরুল হাসানের সভাপতিত্বে ও প্রশিক্ষক আসাদুজ্জামানের সঞ্চালনায় ছোট পরিসরে প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোর্স পরিচালক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর ও নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, একাডেমিক সুপারভাইজার ফারহানা জাহান সিরাজ।
এছাড়া প্রশিক্ষক আবুল হাসেমসহ শেরপুর সদর উপজেলা ও নকলা উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার জীবন ও জীবিকা বিষয়ের প্রশিক্ষণার্থী শিক্ষকগন বক্তব্য রাখেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী শিক্ষকগনের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহনকারী শিক্ষকগন বাদ্যযন্ত্র ছাড়া খালি কন্ঠে বিভিন্ন সংঙ্গীত পরিবেশন করেন।
এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইনসহ ৩ জন প্রশিক্ষক ও অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী শিক্ষকগন উপস্থিত ছিলেন।
এরপরে জীবন ও জীবিকা বিষয়ের প্রশিক্ষণার্থীদের উদ্যোগে প্রশিক্ষক কামরুল হাসান, প্রশিক্ষক আবুল হাসেম ও প্র্রশিক্ষক আসাদুজ্জামান-এর হাতে স্মৃতিচারণ মূলক উপহার তুলে দেওয়া হয়। সবশেষে শেরপুর সদর ও নকলা উপজেলার জীবন ও জীবিকা বিষয়ের শিক্ষকগনের মিলনমেলাকে স্মৃতি হিসেবে একফ্রেমে ধরে রাখতে সবাই ফটো সেশনে অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণ কর্মশালাটি ৬ ও ৭ জানুয়ারী (শুক্রবার ও শনিবার) এবং ১৩, ১৪ ও ১৫ জানুয়ারী (শুক্রবার, শনিবার ও রবিবার) এ ৫দিন ব্যাপী চলে। এতে সরকারের নির্দেশনা মোতাবেক ৯টি বিষয়ের উপর শেরপুর সদর উপজেলা ও নকলা উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়।
উল্লেখ্য, ৬ জানুয়ারী (শুক্রবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহম্মেদ এই কর্মশালার শুভ উদ্বোধন করেন। এদিন (শুক্রবার) দুপুরের দিকে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান এবং প্রশিক্ষণের তৃতীয় দিন ১৩ জানুয়ারী, শুক্রবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আবু নূর মো. আনিসুল ইসলাম চৌধুরী নকলা উপজেলার প্রশিক্ষণ ভ্যানু পরিদর্শন করেন।