শেরপুরের নকলায় শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারী) দুপুরে পৌরসভার কুর্শাবাদাগৈড় এলাকাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার এক বর্নাঢ্য উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্ত:স্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহম্মেদ-এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন।
এছাড়া আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ ও জেলা পরিষদের সদস্য সানোয়ার হোসেন প্রমুখ।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগন ও ক্রীড়া শিক্ষকগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদি অগণিত জনগন উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারী থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত উপজেলার স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতা চলবে। উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারীদের জেলায় প্রতিযোগী হিসেবে প্রেরণ করা হবে। পরে পর্যায়ক্রমে জেলায় প্রথম স্থানকারীরা বিভাগীয় পর্যায়ে ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সুযোগ পাবে।