বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ওলামা ঐক্য পরিষদের আলেচনা সভা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কাওয়ালী সন্ধ্যা নকলায় স্বপ্ন প্রকল্পের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন দেশব্যাপী পরিচিত নকলার কৃতি সন্তান কবি মার্জেনা চৌধুরী আমাদের মাঝে আর নেই শেরপুরে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে শেরপুর টিটিসিতে আলোচনা সভা দোয়া মাহফিল শেরপুরের নালিতাবাড়ীতে জালে আটকা পড়া অজগর বনে অবমুক্ত শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা শেরপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে এসপি’র সৌজন্য সাক্ষাৎ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যার প্রতিবাদে নকলায় বিক্ষোভ মিছিল সামবেশ নকলায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল

নকলায় শেখ কামাল আন্ত:স্কুল মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

শেরপুরের নকলায় শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারী) দুপুরে পৌরসভার কুর্শাবাদাগৈড় এলাকাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার এক বর্নাঢ্য উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্ত:স্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহম্মেদ-এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন।

এছাড়া আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ ও জেলা পরিষদের সদস্য সানোয়ার হোসেন প্রমুখ।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগন ও ক্রীড়া শিক্ষকগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদি অগণিত জনগন উপস্থিত ছিলেন।

সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারী থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত উপজেলার স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতা চলবে। উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারীদের জেলায় প্রতিযোগী হিসেবে প্রেরণ করা হবে। পরে পর্যায়ক্রমে জেলায় প্রথম স্থানকারীরা বিভাগীয় পর্যায়ে ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সুযোগ পাবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।