শেরপুরের নকলা উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী (রবিদাস জনগোষ্ঠী) দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৩ জানুয়ারী) বিকেলে নকলা পৌরসভার মাউড়া এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন কর হয়।
বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) শেরপুর জেলা শাখার সভাপতি সুনিল রবিদাসের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিআরএফ নকলা উপজেলা শাখার সভাপতি কালুরাম রবিদাস, ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি সুচিত রবিদাস (সজীব) উপস্থিত ছিলেন।
এসময় নকলা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রবিদাস জনগোষ্ঠীর শীতার্ত অসহায় দরিদ্র নর-নারী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) শেরপুর জেলা শাখার সভাপতি সুনিল রবিদাস জানান, শুক্রবার রবিদাস সম্প্রদায়ের দরিদ্র শীতাতর্তের মাঝে একটি করে অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়। এসব কম্বল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এঁর উপহার হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহম্মেদ-এঁর তত্বাবধানে দরিদ্র শীতার্তদের হাতে পৌঁছে দেওয়া হলো। এর আগে বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) শেরপুর জেলা শাখার ব্যবস্থাপনায় আরো ৫০টি কম্বল দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে বলে সুনিল রবিদাস জানান।