শেরপুরের নকলায় পৌর এলাকার সমন্বিত উন্নয়নের জন্য পৌরসভা উন্নয়ন পরিকল্পনা (পিডিপি) প্রণয়নের লক্ষ্যে ওয়ার্ড ভিশনিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারী) রাত ৮টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে (তৃতীয় তলা) ৫নং ওয়ার্ডের সবপেশাশ্রেণীর জনগনের সমন্বয়ে এই ভিশনিং অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. তোতা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্ড ভিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন।
পৌরসভার সহকারী প্রকৌশলী মো. ফখর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড নকলা উপজেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল খালেক, সাংস্কৃতিক সম্পাদক মো. মাহবুবুল আলম শাহীন।
এছাড়া নিজ নিজ এলাকার উন্নয়ন বিষয়ে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, নকলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুব-ক্রীড়া সম্পাদক শাহ মো. ফুয়াদ হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম খোকা, প্রভাষক মোহাম্মদ শাখাওয়াত হোসেন তুহিন, প্রভাষক বাবু আশীষ কুমার সাহা, স্থানীয় মুরুব্বী মো. ফজলুল হক ও দুদু মিয়া প্রমুখ।
এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, নকলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন দেলু, দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম লালন, নকলা পৌরসভার সহকারী কর আরোপকারী কর্মকর্তা মো. মোশাররফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও পৌরসভার ৫নং ওয়ার্ডের বিভিন্ন পেশাশ্রেণীর শতাধিক জনগন উপস্থিত ছিলেন।