শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের অংশ গ্রহনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জানুয়ারী) উপজেলা প্রশাসনের আয়োজনে কুর্শাবাদাগৈড় এলাকাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরষ্কার প্রদান করা হয়।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানরা, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদি অগণিত সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের অংশ গ্রহনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌঁড়, মোরগ লড়াই, টেনিস বল নিক্ষেপ, মেমোরী টেস্ট, বিস্কুট/চকলেট দৌঁড়, পিলো পাসিং, শর্ট পুট, ঝুড়িতে টেনিস বল নিক্ষেপসহ আমন্ত্রিত অতিথিবৃন্দের জন্য ঝুড়িতে টেনিস বল নিক্ষেপ ও সকলের জন্য উন্মুক্ত ‘যেমন খুশি তেমন সাজ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ প্রতি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে আকর্ষনীয় পুরষ্কার তুলেদেন।