আজ ১০ই জানুয়ারী, মঙ্গলবার; বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৫১তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ জানুয়ারী তারিখে পাকিস্তানের কারাগার থেকে স্বসম্মানে মুক্তি পেয়ে ১০ই জানুয়ারী নিজ জন্মভূমি বাংলাদেশে বীরের মতো প্রত্যাবর্তন করেন।
এ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচানা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর অংশ হিসেবে উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আলোচানা সভা অনুষ্ঠিত হয়।
বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে সুপার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, সহকারী মৌলভী (ভারপ্রাপ্ত সুপার) মাওলানা মো. ফজলুল করিম, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার প্রমুখ। বক্তারা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আত্মজীবনীর ওপর স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন।
এসময় সহকারী শিক্ষক মো. শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ছায়েদুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।