শেরপুরের নকলায় ফুটবল বিশ্ব কাপ-২০২২ উপলক্ষ্যে ব্রাজিল সমর্থক গোষ্ঠী (ব্রাজিল ফ্যান ক্লাব, নকলা) কর্তৃক আয়োজিত লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই ড্র অনুষ্ঠিত হয়।
ব্রাজিল ফ্যান ক্লাবের অন্যতম উদ্যোক্তা আব্দুর রউফ বাঙালির সভাপতিত্বে এবং উপজেলার প্রথম ও একমাত্র ইংরেজী মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান ‘পাঠশালা’ এর অধ্যক্ষ মুহাম্মদ তৌহিদুল আলম রাসেলের সঞ্চালনায় লটারি ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
লটারির ড্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ।
এছাড়া আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী উৎপল বিএসসি, নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও মো. মোশারফ হোসাইন বিএসসি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সভাপতি ও নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ অনেকে।
১১৫ টি টিকিটের মধ্যে অনুষ্ঠিত লটারি চলাকালে ব্রাজিল ফ্যান ক্লাব, নকলার মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুক, এনামুল হক, ফজলে রাব্বী রাজন ও আশিকুর রহমান জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সমর্থকবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, বিভিন্ন পেশাশ্রেণী ও বয়সের উৎসুক জনগন উপস্থিত ছিলেন।
লটারির ড্র শেষে অতিথিবৃন্দ ভাগ্যবান প্রথম পুরষ্কার বিজয়ীর হাতে ৫৫ ইঞ্চি এলইডি স্মার্ট নতুন টিভিসহ অন্যান্য বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরষ্কার তুলেদেন। এছাড়া অতিথিবৃন্দকে ও লটারিতে অংশ গ্রহনকারী সকলের হাতে ব্রাজিল ফ্যান ক্লাব, নকলার পক্ষ থেকে শুভেচ্ছা পুরষ্কার হিসেবে ব্রাজিল ফ্যান ক্লাব, নকলার লোগো সমৃদ্ধ আকর্ষণীয় সিরামিকের মগ তুলে দেওয়া হয়।