শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৬০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৪ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন (তেপান্তর)-এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত)’ শীর্ষক কর্মসূচির ২০২২-২০২৩ অর্থ বছরে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু, সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, নালিতাবাড়ী পৌরসভার মেয়র মো. আবু বক্কর সিদ্দিক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাব নালিতাবাড়ী’র সভাপতি এমএ মান্নান সোহেলসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।