শেরপুরের নকলায় জাতীয় সমাজ সেবা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায়’-এই প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এসব কর্মসূচী পালন করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রমুখ। আলোচনা সভার পরে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও পুরষ্কার বিতরণ এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতা বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নূরে আলম তালুকদার ভুট্টো, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের প্রদর্শক মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত ফিল্ড সুপার ভাইজার ফাতেমা খাতুন, ইউনিয়ন সমাজ কর্মী ছাইদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন সমাজ কর্মী, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মোখলেছুর রহমান, সমাজসেবা কর্তৃক নিবন্ধিত ভূরদী খন্দকার পাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার সদস্যবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ভাতাভোগী, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।