সারা দেশের ন্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ যথা সময়ে শুরু হয়েছে। এবার উপজেলার ৯২১ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এ অংশ গ্রহন করেছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২-এর কেন্দ্র তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও হিরন্ময়ী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুল ইসলামসহ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ও হল সুপারগন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।