শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী ইসলামনগর সাইলামপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ গঠনের জন্য অভিভাবক প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হচ্ছে, ভোট গ্রহন চলবে বিকেলে ৪ টা পর্যন্ত।
এলাকাবাসীকে নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহম্মদ-এঁর তরফ থেকে সকল প্রকার কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করেছেন বলে তিনি জানিয়েছেন। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ভোটারদের উপস্থিতি সকলকে তাক লাগিয়ে দিয়েছে। ৪টি লাইনে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি যেন অন্যান্য সকল নির্বাচনকে হার মানানোর উপক্রম।
প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এর দেওয়া তথ্য মতে, ৪টি সাধারণ অভিভাবক প্রতিনিধি ও একটি সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হওয়ার লক্ষ্যে এই নির্বাচনে ৮জন পুরুষ সাধারণ অভিভাবক ও ২জন মহিলা অভিভাবক প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচননে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট দান ও ভোট গ্রহনের সুবিধার্থে ৪টি বুথ তৈরি করা হয়েছে এবং নিয়োগ দেওয়া হয়েছে ৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪ জন পোলিং অফিসার।
দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসারগন হলেন- উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (ইউআরডিও) হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, এইও কৃষিবিদ মো. শাহিন রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম।
তথ্য মতে, এ নির্বাচনে সাধারণ অভিভাবক প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন- আমিনুল ইসলাম, মঞ্জুরুল হক, মো. আকরাম হোসেন, মো. খোকন মন্ডল, মো. চাঁন মিয়া, মো. দেলোয়ার ফকির দুলাল, মো. মমিনুল ইসলাম ও হতেম আলী। সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন- জেসমিন আক্তার ও মোছা. শিল্পী আক্তার।
এই নির্বাচনে শিক্ষার্থীর ৮০৩ জন অভিভাবক তাদের মনোনিত প্রার্থীকে নির্বাচিত করতে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রত্যেক ভোটার ৪টি পুরুষ ও একটি নারী প্রার্থীকে তাদের নামের পাশের খালি ঘরে ক্রস (x) চিহৃ দেওয়ার মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করছেন বা সমর্থন জানাচ্ছেন।