শেরপুরের নকলায় মা/অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘মা শিক্ষিত হোক বা না হোক, মা-ই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানসম্মত প্রাথমিক শিক্ষার অঙ্গীকার নিয়ে মা/অভিভাবক সমাবেশের আয়োজন করেন দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।
মা সমাবেশের সভাপতিত্ব করেন স্থানীয় অভিভাবক তথা শিক্ষার্থীর মা মারিয়া সুলতানা। বিদ্যালয়টির প্রধান শিক্ষক শরীফ আহম্মদ-এর সার্বিক ব্যস্থাপনায় অনুষ্ঠিত মা সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের জমিদাতা ছায়েদুল ইসলাম, অভিভাবক জাহাঙ্গীর আলম ও ফরহাদ আলীসহ সহকারী শিক্ষক ফারুক হোসেন, শাখাওয়াত হোসেন ও হোসনে আরা খাতুন প্রমুখ।
প্রধান শিক্ষক শরীফ আহম্মদ বলেন, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলার লক্ষ্যে মায়েদের ভূমিকা অপরিসীম। তাছাড়া শিশুদের শতভাগ পঠন-লিখন দক্ষতা অর্জন, শিক্ষার্থীদের শতভাগ ইউনিফর্ম নিশ্চিতকরণসহ শিশু শিক্ষার্থীদের প্রতি সুদৃষ্টি রাখার মাধ্যমে তাদের মেধাবিকাশে সবার আগে মায়েদের ভূমিকা অতুলনীয় বলে তিনি মন্তব্য করেন। আনন্দঘন পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করার ক্ষেত্রে শিক্ষকগনের ভূমিকা নিয়েও তিনি আলোকপাত করেন।
মা/অভিভাবক সমাবেশ শেষে ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং মেধাবী শক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার প্রদান করা হয়। এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগন, শতাধিক মা ও স্থানীয় গম্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।