শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মে. রহমত আলী (৩০) নামের এক ব্যক্তিকে অর্ধলক্ষ (৫০ হাজার) টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২৩ ডিসেম্বর) উপজেলার বাঘবেড় ইউনিয়নের ভোগাই নদীর পাড় সংলগ্ন শিমুলতলা গ্রামে এই ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এ আদালত পরিচালনা করেন।
আদালত পরিচালনার সময় পুলিশ বিভাগ ও আনসার বিভাগের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।