করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সারা দেশে চতুর্থ ডোজের টিকাদানের কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে শেরপুর জেলা সদর (২৫০ শয্যা বিশিষ্ট) জেনারেল হাসপাতালে এ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে বুধবার সকালে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কোভিড-১৯ এর চতুর্থ ডোজের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, আরএমও ডা. খাইরুল কবির সুমন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমিসহ অন্যান্য চিকিৎসক ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।