শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মো. সালাউদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে একলক্ষ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নয়াবিল ইউনিয়নের ভাঙ্গা এলাকায় এই ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এ আদালত পরিচালনা করেন।
আদালত পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলিসহ পুলিশ বিভাগের কর্মকর্তাগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল জানান, কৃষি ও বসবাস উপযোগী ভূমিসহ নদীর তীর ও পাহাড় রক্ষায় সর্বোপরি তথা জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।