বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন শ্রীবরদীতে যুব অধিকার পরিষদের ইউনিয়ন শাখার কমিটি গঠন: আহবায়ক মনজুরুল, সদস্য সচিব জাহিদ নকলায় শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা শেরপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতা মূলক সভা

শেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ উদযাপন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৫৯ বার পঠিত

শেরপুরে জেলা প্রশাসন ও শেরপুর টিটিসিসহ জেলার সব কয়টি উপজেলায় একযোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এই প্রথম জেলার ৫ উপজেলায় একযোগে ও একই সময়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হলো।

এ উপলক্ষে “থাকব ভালো, রাখব ভালো দেশ; বৈধ পথে প্রবাসী আয়, গড়ব বাংলাদেশ”-এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষসহ অন্যান্য ইন্সট্রাক্টর ও শিক্ষকগন, বিভিন্ন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান। এছাড়া আমন্ত্রিত অনেকে বক্তব্য রাখেন। আলোচনা সভার পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জেলার প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন।

জেলা প্রশাসন ও শেরপুর টিটিসি ছাড়াও জেলার শেরপুর সদর উপজেলা, নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন শেরপুর সদর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্রাম হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শবনম মোস্তারী ও এনজিও প্রতিনিধি নূর মোহাম্মদ প্রমুখ।

অন্যদিকে, জেলার নকলা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হসিবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বক্তব্য রাখেন।

সভায় আরো বক্তব্য রাখেন- সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, কৃষি বিষয়ক সম্পাদক আলমগীর আজাদ, জেলা পরিষদ সদস্য সানোয়ার হোসেন, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক প্রমুখ। আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর চিফ ইন্সট্রাক্টর এসএম আজহার।

এ দিবস উপলক্ষে জেলার নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান লেবুসহ অনেকে বক্তব্য রাখেন।

শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে জেলার ঝিনাইগাতীতেও র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবির-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, মো. শফিকুল ইসলাম ও মো. ফুয়াদ হোসেন প্রমুখ। আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২২ এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ইন্সট্রাক্টর সাজু মিয়া।

প্রতিটি উপজেলায় অনুষ্ঠিত র‌্যালি, আলোচনা সভা ও চেক প্রদান অনুষ্ঠানের পরোক্ষ ব্যবস্থাপনায় ছিলেন শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান। তিনি সবকয়টি অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে ইনস্ট্রাক্টর এসএম আজহার, রবিউল ইসলাম, ইসমাইল হোসেন, নিরমল বাশার, সাজু মিয়া, একেএম শাহজাহান ও হেলাল উদ্দিনসহ অন্যান্যদের উপজেলা ভিত্তিক দায়িত্ব বন্টন করেদেন।

এসব অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। র‌্যালি ও আলোচনা সভার পরে অতিথিবৃন্দ প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।