শেরপুরের নালিতাবাড়ীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর যৌথ আয়োজনে এর যৌথ আয়োজনে মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো. ওয়াজ কুরুনি।
এসময় নালতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র প্রতিনিধি এসআই মোস্তফা কামালসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।