শেরপুরের নকলায় দুই দিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ শেষে বিচারকগনের রায়ে ফলাফল ঘোষণা করা হয়েছে। তাছাড়া সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ এর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ এ অংশ গ্রহকনকারী মাধ্যমিক স্তরের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রথম, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন দ্বিতীয় ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।
উচ্চ মাধ্যমিক (কলেজ) স্তরের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অর্জন করে চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ, সরকারি হাজি জালমামুদ কলেজ দ্বিতীয় ও নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা তৃতীয় স্থান অর্জন করে।
তাছাড়া, সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ এর কুইজ প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে এবং তৃতীয় স্থান অর্জন করে গনপদ্দী উচ্চ বিদ্যালয়।
উচ্চ মাধ্যমিক (কলেজ) স্তরে চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ প্রথম স্থান অর্জন করে এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে সরকারি হাজি জালমামুদ কলেজ।
দুই দিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ এ উপজেলার মাধ্যমিক স্তরের ৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও উচ্চ মাধ্যমিক (কলেজ) স্তরের ৩টি শিক্ষা প্রতিষ্ঠান আলাদা ভাবে তাদের তৈরীকৃত বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে। শিক্ষার্থীদের সার্বিক পরামর্শদানে ছিলেন স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকগন। বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ এর কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।