শেরপুরের নকলায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত সোয়া ৭টা পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, সহ-সভাপতি বাবু ইন্দ্রজিৎ ধর সুভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু প্রমুখ।
বক্তারা মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সবার পরে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও বীর মুক্তিযোদ্ধাদের সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়। তাছাড়া দেশ ও জাতির মঙ্গলার্থে বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে আরো শক্তিশালী করতে সকল নেতৃবৃন্দের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহান সুজা, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুল আলম আজাদ আলগীর, তথ্য ও গবেষণা সম্পাদক আঞ্জুমান আরা বেগম রুমি, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, নকলা পাঠাগার পরিচালনা পরিষদের সদস্য সচিব রুমি খানসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, আওয়ামী লীগের সমর্থকবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পেশা-শ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।