শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নকলা পৌরসভা-এর উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
এর অংশ হিসেবে শুক্রবার (১৬ ডিসেম্বর) সরকারি হাজী জালমামুদ কলেজ প্রাঙ্গনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে নকলা পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকারসহ পৌর সভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. সুফিয়া বেগম ও জমিলা বেগম, সাধারণ কাউন্সিলর মো. সারুয়ার আলম, মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, মো. ফরিদ আহম্মেদ লালন, মো. তোতা মিয়া, মো. জিয়াউল হক, মো. ইয়াদ অলী, মো. রফিকুল ইসলাম ও মো. ইন্তাজ আলী; নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ, সহকারী কর আরোপকারী কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভসহ নকলা পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, পৌরসভায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এসময় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও নকলা প্রেস ক্লাবসহ বিভিন্ন পেশা শ্রেণীর সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।