বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:০০ অপরাহ্ন

নকলায় শহীদদের রূহের মাগফেরাত ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের রোগ মুক্তি কামনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৯৯ বার পঠিত

শেরপুরের নকলায় শহীদদের রূহের মাগফেরাত কামনার পাশপাশি অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের রোগ মুক্তি কামানায় বিশেষ দোয়া করা হয়েছে।

এ উপলক্ষে ১৬ ডিসেম্বর (শুক্রবার) উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা মাঠে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মাদ্রাসার সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহকারী সহকারী মৌলভী (ভারপ্রাপ্ত সহকারী সুপার) মাওলানা মো. ফজলুল করিম প্রমুখ।

এসময় সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার রিতা, নুসরাত জাহান নিপা, শওকত আলী ও ফাহমিদা আহমেদ তনু, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সবশেষে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনার পাশপাশি উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য বানেশ্বরদী এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জুব্বার ও ‘১৯৭১ নকলার মুক্তিযুদ্ধ’ বইয়ের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল করিমের দ্রুত রোগমুক্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় সকলকে সাথে নিয়ে দোয়া পরিচালনা করেন সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জুব্বার ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম হঠাৎ অসুস্থ হয়ে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন, এমন সংবাদ পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বিজয় দিবসের আগের রাতে হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসাসহ সার্বিক খোঁজখবর নিয়েছেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ গোলাম মোস্তফাসহ কর্তব্যরত চিকিৎসকগন ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেলসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।