সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সকল শহীদ বুদ্ধিজীবদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ ডিসেম্বর) সকালে পতাকা উত্তোলণ, সকল শহীদদের স্মরণে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা উল্লেখযোগ্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ বিভাগ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন, সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৮ টায় নকলা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলণ করা হয়। এর পরে সকাল ৯ টায় সকল শহীদদের স্মরণে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে এবং উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।