বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন শ্রীবরদীতে যুব অধিকার পরিষদের ইউনিয়ন শাখার কমিটি গঠন: আহবায়ক মনজুরুল, সদস্য সচিব জাহিদ নকলায় শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নকলায় দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ বার পঠিত

শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের তত্বাবধানে এবং নকলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এসব কর্মসূচি পালন করা হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনয়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক মো. ছামিউল হক মুক্তা ও সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রশিদ সরকার; দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম সুহেল ও সদস্য মো. শামীমুজ্জামান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মীর মোতালেব হোসেন সিপন, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনগন, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা। ২০০৩ সালে জাতিসংঘের উদ্যোগে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কার্যকর কর্মপন্থা নির্ণয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সনদ গৃহীত হয়। আর্থ সামাজিক প্রেক্ষাপটে বৈশ্বিক স্বীকৃত সূচকে দক্ষিণ এশিয়ায় সমপর্যায়ে অনেক দেশের তুলনায় বাংলাদেশের সাফল্য নিয়ে গর্ব করার মতো। বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার শর্ত পূরণ করতে স্বক্ষম হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারলে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের স্বীকৃতি পাবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।