শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ নকলার ইউএনও’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা বিনিময় নকলার ইউএনও ও সমাজসেবা কর্মকর্তাকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা নকলায় সাংবাকিদের সাথে বিদায়ী ইউএনও’র মতবিনিময় সভা নকলায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে প্রেসক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন নকলা প্রেসক্লাব’র উন্নয়নে তারুণ্যের অর্জনে সর্বসাধারনের আস্থা

নকলায় ইউনিয়ন যুবলীগ নেতা অনিকের ওপর সন্ত্রাসী হামলা!

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১১৯ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, শশী ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান ও গৌড়দ্বার আদর্শ উন্নয়ন সংস্থার সভাপতি নাজমুল হুদা অনিকের ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে গৌড়দ্বার বাজারে এই হামলার ঘটনা ঘটে। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা গেছে, অনিকের ছোট ভাই নাঈম গৌড়দ্বার বাজারে ব্যবসা করেন। ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে অনিকের ছোট ভাইয়ের সাথে গৌড়দ্বার এলাকার এক পাওনা দারের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির সূত্রধরে গৌড়দ্বার এলাকার উশৃঙ্খল কয়েকজন কিশোর অনিকের ছোট ভাইয়ের নিজের দোকানেই তাকে আটকে রাখে। ছোট ভাইকে দোকানে আটকে রাখার খবর পেয়ে নাজমুল হুদা অনিক মোটরসাইকেলে গৌড়দ্বার বাাজারে যায়। যাওয়ার সাথে সাথে কিছু বুঝে ওঠার আগেই উৎপেতে থাকা অজ্ঞাত কয়েকজন উশৃঙ্খল কিশোর পিছন থেকে শক্ত কিছু দিয়ে অনিকের মাথায় আঘাত করে। সাথে সাথে সে পড়ে গেলেও সন্ত্রাসী কায়দায় বেদম মারপিট চালানো হয়।

পরে স্থানীয়রা অনিককে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকগন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করান। কিছুক্ষণের মধ্যে অনিকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে ও বমি শুরু হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এবিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আহত অনিকের ছোট ভাই নাঈম ও পরিবারের অন্যান্য সদস্যরা। অনেকের সাথে কথা বলে জানা গেছে, যে বা যারা অনিকের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে তারা মাদকাসক্ত! তাই তাদের বিষয়ে অনেকেই কিছু বলতে নারাজ। তবে সন্ত্রাসী হামলাকারীদের চিহৃত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকার অনেকে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।