ডিসেম্বরের ৯
প্রাণের নকলা হলো মুক্ত,
বিতারিত হয় হায়েনারা
স্বাধীনতা হয় যুক্ত।
১১ নং সেক্টর তথা ব্রক্ষপুত্র নদ,
ঘাটি গেরেছে পাক বাহিনী
সৈন্য সহসদ।
পুড়ছে বাড়ি পুড়ছে ঘর
জমছে যেন লাশের চর,
শহীদ হলেন আমার ভাই
১৯ মুক্তি যোদ্ধা,
চলছে তবু মৃত্যু লড়াই,
তিন’শ প্রতিরোধ যোদ্ধা।
পাকিস্তানি হায়নাদলের
হলো শেষে হার,
অ্যামবুশে আটকে গেল
শত’ ১৭ রাজাকার।
অস্ত্রসহ পাক বাহিনীর
আত্মসমর্পণ,
উড়ল স্বাধীন পতাকা
স্বাধীন জনগণ।
আমাদের শহীদ, গাজী আছেন
যত মুক্তিযোদ্ধা,
নকলাবাসী জানায় আজ
বিনম্র শ্রদ্ধা।
৯ ডিসেম্বর শুধু তারিখ নয়
নকলার গর্ব, নকলার পরিচয়,
৯ ডিসেম্বর জানান দেয়
নকলাবাসী অন্যায়ে
মাথা নোয়াবার নয়।