বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

নকলা উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি আম্বিয়া, সম্পাদক জিন্নাহ

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৮ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। ৬ ডিসেম্বর মঙ্গলবার তিন বছর মেয়াদী ৭১ সদস্য বিশিষ্ঠ নকলা উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

ত্রি-বার্ষিক সম্মেলনের ২১ দিন পরে বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার সভাপতি ও জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি নিজ নামে স্বাক্ষর করে এই কমিটির অনুমোদন প্রদান করেন।

১৫ নভেম্বর মঙ্গলবার ত্রি-বার্ষিক সম্মেলন শেষে আলহাজ্ব আম্বিয়া খাতুন-কে নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ’র নাম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- ৯ জন সহসভাপতি মো. ফেরদৌস রহমান জুয়েল, আলহাজ্ব শফিকুল ইসলাম দুলাল, বাবু ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, মো. শহিদুল ইসলাম, মো. শওকত হোসেন খাঁন মুকুল, মো. মহিদুল ইসলাম, মো. আব্দুল খালেক, আলহাজ্ব আব্দুস সালাম সরকার ও আলহাজ্ব এ.কে.এম খুরশিদ আলম বাবুল; ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন, মো. খলিলুর রহমান ও আলহাজ্ব আনিসুর রহমান সুজা; আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. খুরশিদ আলম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. ফরিদুল আলম আজাদ আলগীর, তথ্য ও গবেষণা সম্পাদক মোছা. আঞ্জুমান আরা বেগম রুমি, ত্রাণ ও মসাজ কল্যাণ সম্পাদক আব্দুল্লাহেল খসরু রুবেল, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম সুহেল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. গোলাম হাফিজ সোহেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ আব্দুল মোতালেব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী অভিজিৎ বণিক, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা উম্মে কুলসুম রেণু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ.কে.এম কামরুল হাসান বুলবুল, যুব ও ক্রীড়া সম্পাদক মো. ফুয়াদ হোসেন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মো. মুনসুর আলী, শ্রম বিষয়ক সম্পাদক জাকারিয়া মো. গোলাম কিবরিয়া মুকুল, সাংস্কৃতিক সম্পাদক মো. মাহবুবুল আলম শাহীন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. মনির হোসেন, ৩ জন সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক হীরা, মো. ছামিউল হক মুক্তা ও মো. আব্দুর রশিদ সরকার; সহ-দপ্তর সম্পাদক এফ.এম কামরুল আলম রঞ্জু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদ মো. আকরাম হোসেন, কোষধ্যক্ষ আলহাজ্ব সৈয়দ আলম মঞ্জু  এবং ৩৫ সদস্যের মধ্যে মনোনিত ১৫ জন হলেন- বেগম মতিয়া চৌধুরী, শাহ মো. বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল মুনসুর, মো. আমির হামজা, আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত, মো. মাহবুবুর রহমান বিদ্যুৎ, মো. ফরিদুল আলম, মো. আমিনুল ইসলাম, মো. লিয়াকত আলী খান দুলাল, মোছা. রৌশনারা বেগম, মো. শহিদুল ইসলাম শাহিদ, মো. রেজাউল করিম রিপন, মো. শামীমুজ্জামান মিঠু, মো. আব্দুল জলিল আকন্দ এবং পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পদাধিকার বলে ২০ সদস্য হলেন- এডভোকেট মাহবুবুল আলম সোহাগ, আলহাজ্ব মির্জা জাহাঙ্গীর আলম বুলবুল, আলহাজ্ব ওমর আলী, সৈয়দ শাহজাহান আহাম্মেদ, মো. আব্দুর রহমান চানু, মো. সিরাজ উদ্দীন, মো. নাজিম উদ্দীন, মো. আক্তারুজ্জামান, মো. নুরল আমিন, মো. মোশারফ হোসেন লিটন, মো. শরিফ হাসান, শামীম আহাম্মেদ, মো. ছফির উদ্দীন, মো. মকবুল হোসেন, মো. হযরত আলী, মো. বেলায়েত হোসেন আকন্দ, মো. এনামুল হক জিন্নাহ, মো. ছিয়াবুল হক বাদশা, মো. মোখলেছুর রহমান ও মো. মিজানুর রহমান মিন্টু।

উল্লেখ্য, নকলা উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনকল্পে ১৫ নভেম্বর মঙ্গলবার আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার সভাপতি ও জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তিনবারের সাবেক সফল কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাংলার অগ্নিকন্যা হিসেবে খ্যাত বেগম মতিয়া চৌধুরী এমপি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং ও মারুফা আক্তার পপিসহ অন্যান্য অতিথিবৃন্দ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অগণিত কর্মী-সমর্থকগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ জেলা উপজেলায় কর্মরত অন্যান্য সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

 

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।