শেরপুর জেলার শেরপুর সারকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর দুই ইন্সট্রাক্টরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বদলী জনিত বিদায়ী ইন্সট্রাক্টরগন হলেন- মো. কামরুল হাসান ও মোছা. তহেরা খাতুন।
বিদায় সংবর্ধনা উপলক্ষে শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর মিলনায়তনে টিটিসির অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শেরপুর সারকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর সকল শিক্ষক-কর্মচারীগন এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
বিদায়ী কামরুল হাসান ও তহেরা খাতুনের কর্মদক্ষতা, কাজের প্রতি তাদের শ্রদ্ধা ও একাগ্রতা, নিয়মানুবর্তিতাসহ বিভিন্ন শিক্ষনীয় ও অনুকরনীয় বিষয় গুলো সকল ছাত্র-শিক্ষক ও স্থানীয়দের অবগত করতে এবং তাদেরকে বিশেষ সম্মাননা প্রদানসহ বিদায়ী সংবর্ধনা জানাতেই এমন একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করে বলে জানান অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান।
আলোচনা সভায় বিদায়ী ইন্সট্রাক্টর মো. কামরুল হাসান ও ইন্সট্রাক্টর মোছা. তহেরা খাতুন তাদের সংক্ষিপ্ত বক্তব্য দানকালে আবেগ প্রবণ কন্ঠে সবার কাছে দোয়া কামনা করেন। এসময় ছাত্র-শিক্ষকসহ উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে উঠেন। আলোচনা সভা শেষে বিদায়ী ইন্সট্রাক্টরগনের হাতে বিশেষ সম্মাননা স্মারক, ক্রেষ্ট ও উপঢৌকণ তোলে দেওয়া হয়।
সব শেষে বিদায়ী ইন্সট্রাক্টরগনের সুস্থ্যতা ও র্দীর্ঘায়ু কামনাসহ তাদের উজ্জল ভবিষ্যৎ এবং দেশ ও জতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় টিটিসির চীফ ইন্সট্রাক্টর এস.এম আজহার, ইন্সট্রাক্টর তমাল চন্দ্র স্যানাল, আরিফুর রহমান, এ.কে.এম শাহজাহান, হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, নির্মল বাশার, সাজু মিয়া, মিজানুর রহমান, রোকসানা খাতুন, নাহার-ই-জান্নাত, অফিস স্টাফ আনিসুল ইসলাম, তরিকুল ইসলাম, হাফিজুর রহমান, মাসুদ, ফিরোজ, খোকন, হান্নান, মুক্তার, শফিকুল ইসলাম, বাবুল শেখ ও জাহানুরসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিদায়ী ইন্সট্রাক্টর মো. কামরুল হাসানকে শেরপুর সদর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে এবং বিদায়ী ইন্সট্রাক্টর মোছা. তহেরা খাতুনকে বগুড়া টিটিসি-তে বদলী করা হয়েছে।