শেরপুরের নকলা উপজেলার মাধ্যমিক স্তরের এক বিদ্যালয়ে পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম উদ্বোধন করা হয়েছে। উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলায় এই ওয়াটার সাপ্লাই সিস্টেম স্থাপন করা হয়। পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগিতায় এই ওয়াটার সাপ্লাই সিস্টেম স্থাপন করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম বেনজীর আহাম্মদ-এর সভাপতিত্বে পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মম্পাদক মো. হাফিজুর রহমান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় জেলা পরিষদের সাবেক সদস্য ও নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছামিউল হক মুক্তা, পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফরিদুুল আলম, মোহাম্মদ মাহবুবুর রহমান, মো. ছাখাওয়াতুল্লাহ, সাবিনা ইয়াসমিন, মীর মোতালেব হোসেন শিপন, মো. বোরহান উদ্দিন, ফিরোজ আহমেদ, মো. আসাদুজ্জামান, তোফায়েল আহমেদ, ফরিদুল ইসলাম, ইসরাত জাহান, নাহিদ সুলতানা, অফিস সহকারি আব্দুল জলিল, ল্যাব সহকারী মনোহর মাহমুদ মিলনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও ব্র্যাক ওয়াশ কর্মসূচীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, ছয় শতাধিক শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও সন্তানের খোঁজ-খবর নিতে আসা বিভিন্ন এলাকার অভিভাবকগন এই ওয়াটার সাপ্লাই সিস্টেমের সুবিধা ভোগ করবেন।