শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদের নবনির্মিতত অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে দ্বিতীয় অধিবেশন শেষে সন্ধ্যায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি হিসেবে মো. মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক হিসেবে মো. ওয়াজকুরুনী-এর নামসহ ১৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত আংশিক কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. আব্দুস সবুর, বীর মুক্তিযোদ্ধা শ্রী বিপ্লব বর্ম্মন, মো. সুরুজ্জামান, ডা..দলিল উদ্দিন, নুরল আমীন, এডভোকেট গোলাম কিবরিয়া ভুলু, মো. হাবিবুর রহমান দীপু, শ্রী যোগেন চন্দ্র রায় ও মোছা. আছমত আরা আছমা; যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, মোশারফ হোসেন ও মো. সারোয়ার আহমেদ স্বপন; সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল ওয়াহাব, আব্দুল লতিফ ও জাহাঙ্গীর আলম, সদস্য মোকছেদুর রহমান লেবু।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা প্রদান করা হয়।
সম্মেলনটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার সভাপতি ও জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তিনবারের সাবেক সফল কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাংলার অগ্নিকন্যা হিসেবে খ্যাত বেগম মতিয়া চৌধুরী এমপি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন ও সাধারণ সম্পাদক মো. ফজলুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক তথা ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রিয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং সহ স্থানীয় আরো অনেকে।
এসময় জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন পৌরসভার মেয়রগন, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।