বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন শ্রীবরদীতে যুব অধিকার পরিষদের ইউনিয়ন শাখার কমিটি গঠন: আহবায়ক মনজুরুল, সদস্য সচিব জাহিদ নকলায় শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা শেরপুরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও সচেতনতা মূলক সভা

শ্রীবরদী উপজেলা আ.লীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটন, সম্পাদক সালাহ্ উদ্দিন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৫০ বার পঠিত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলার সাতানী মথুরাদি এলাকায় সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে শেরপুর সার্কিট হাউস মিলনায়তনে দ্বিতীয় অধিবেশন শেষে রাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি হিসেবে মো. মোতাহারুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক হিসেবে মো. ছালাহ উদ্দিন সালেম-এর নামসহ ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত আংশিক কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান সুজা ও লাবিনা আক্তার লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক এডিএম শহিদুল ইসলাম ও এডভোকেট মো. তরিকুল ইসলাম ভাসানী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. মেরাজ উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান রাজা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রাঞ্জল এম সাংমা।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা প্রদান করা হয়।

সম্মেলনটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার সভাপতি ও জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক তথা ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি।

উপজেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি মো. আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফজলুল হক চান এমপি সহ আরো অনেকে।

এসময় জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন পৌরসভার মেয়রগন, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।