শেরপুরের নকলায় ভয়াবহ অগ্নিকান্ডে নিঃস্ব ৪ পরিবারের মাঝে নগদ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা ও নকলা পৌর শহর বিএনপি। সহায়তা প্রাপ্ত ক্ষতিগ্রস্থ পরিবার গুলো হলো পৌরসভার ৯ নং কলাপাড়া ওয়ার্ডের আব্দুল আজিজ, আবু সমা, ইয়াছিন আলী ও ইয়াকুব আলীর পরিবার। মঙ্গলবার বিকেলে ক্ষতিগ্রস্থ পরিবার প্রধানদের হাতে নগদ ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা তোলে দেওয়া হয়।
এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক দুলাল, যুগ্ম-আহবায়ক মহিউদ্দিন মুক্তার, যুগ্ম আহ্বায়ক মোবাশ্বের আলী চৌধুরী, সদস্য রাব্বেনূর চৌধুরী ও মুস্তাফিজুর রহমান জুয়েল, নকলা শহর বিএনপির আহবায়ক কামরুল আলম খান লিটন বিএসসি, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান, যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম বিডিআর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদুজ্জামান মাসুম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, শহর যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মিন্টু, পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন অভিসহ কামরুল হাসান, মীর হাসান, সেলিম ও কলাপাড়া ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির নেতৃবৃন্দরা বলেন, কোন লোক বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াতে পারলে কার না ভালো লাগে? আমরা অগ্নিকান্ডে নিঃস্ব ৪ পরিবারের পাশে সামর্থ অনুযায়ী সহায়তা নিয়ে দাঁড়াতে পেরেছি, এতে খুব ভালো লাগতেছে। সামর্থবান সকলকে এমন পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তারা।
ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা বলেন, কে কি ভাবে সহায়তা করলেন বা কি দিলেন, তা মূখ্য বিষয় নয়। তবে যে বা যারা আমাদের কঠিন এই বিপদের সময় খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর বুধবার দিবাগত মাঝরাতে নকলা পৌরসাভার কলাপাড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডে উপজেলায় আগুনে পুড়ে নিঃস্ব হওয়ার তালিকায় নতুন করে আরও চারটি নিম্নমধ্যম আয়ের পরিবার যুক্ত হয়। তাদের ঘরে রাখা নগদ টাকা, জমির দলিলপত্রসহ অতি প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্রাধি, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বই খাতাসহ ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় ৪টি পরিবারের চারটি বসত ঘরসহ পাশের আরো দুটি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এতে ২৫ লাখ থেকে ৩০ লাখ টাকা সমমূল্যের সম্পদ পুড়ে ছাই হয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। এসকল ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে সহায়তার মনোভাবে সামর্থ অনুযায়ী আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসে উপজেলা ও নকলা পৌর শহর বিএনপি।