শেরপুরে আলেয়া মাদ্রাসা সমূহে শিক্ষার্থীদের জন্য অনুপযোগী পাঠ্যবই পরিবর্তন করে পাঠের উপযোগী পাঠ্যবই প্রদানসহ ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষকদের অন্যতম বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন শেরপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) শেরপুর জেলা প্রশাসক কার্য়ালয়ের সামনে সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা নূরুল আমিন-এর সভাপতিত্বে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ মনববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মেরাজ উদ্দিন।
এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহসভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, মাওলানা মো. ফজলুর রহমান, অধ্যক্ষ মাওলানা নবী হোসেন, অধ্যক্ষ মাওলানা সুরুজ্জামান, অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মাওলানা মস্তুফা মাহমুদ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শরাফত আলী, নকলা উপজেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান, ঝিনাইগাতীর সভাপতি অধ্যক্ষ মাওলানা সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলম প্রমুখ।
বক্তারা ২০২৩ সালে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য অনুপযোগী পাঠ্যবই পরিবর্তন করে মাদ্রাসায় পাঠদানের উপযোগী পাঠ্যবই প্রদানসহ ১৩টি যৌক্তিক দফা দাবি মেনে নিতে সরকারকে অনুরোধ জানান। তারা বলেন, মাদ্রাসায় পাঠ অনুপযোগী কোন বই শ্রেণী কক্ষে ঢুকতে দেয়া হবেনা। কেউ কেউ আরো সহজ করে বলেন মাদ্রাসা সমূহে শিক্ষার্থীদের জন্য অনুপযোগী পাঠ্যবই পড়ানো হবে না, পড়ানো যাবে না। এটি ইসলামী শিক্ষার উপর আঘাত হেনে সরকারকে বিব্রত করতে সুপরিকল্পিতভাবে কোন ষড়যন্ত্রের অংশ বলে তারা মন্তব্য করেন। তারা বলেন, আমরা আশাকরি সরকার মাদ্রাসায় পাঠ উপযোগী পাঠ্যবই প্রদানসহ ১৩ দফা দাবী মেনে নিবেন।
জেলা ও উপজেলার বিভিন্ন মাদ্রাসার শত শত শিক্ষক-কর্মচারী ১৩ দফা দাবী সমূহের সাথে একাত্বতা ঘোষণা করে মানববন্ধনে অংশ গ্রহন করেন।
মানববন্ধন শেষে জেলা জমিয়াতুল মোদার্রছীনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী-এঁর বরাবরে স্মারকলিপি প্রেরণের উদ্দেশ্যে জেলা প্রশাসক সাহেলা আক্তার’র কাছে লিখিত স্মারকলিপি হস্তান্তর করেন।