সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

নকলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রীতি দাবা প্রতিযোগিতা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২১২ বার পঠিত

শেরপুর জেলাধীন নকলা উপজেলার ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাব-এর উদ্যোগে প্রীতি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১২ নভেম্বর) রাতে নকলা প্রেস ক্লাব-এর অফিস কক্ষে এ প্রতিযোগিতা ও এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রীতি দাবা প্রতিযোগিতার আয়োজনে নতুন সংযোজন হিসেবে টাইমার ব্যবহার করা হয়েছে। এতে করে খেলোয়াড়গন সময়ের প্রতি খেয়াল রেখে জাতীয় মানের খেলোয়াড় তৈরী হবেন বলে অনেকে মনে করছেন।

প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে আলোচনা সভায় সরাসরি ও ভার্চুয়ালী বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য সীমানুর রহমান সুখন প্রমুখ।

প্রতিযোগিতা ও আলোচনা সভার পরে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরষ্কার হিসেবে দেশ বরেণ্য লেখকের মূল্যবান বই তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।