শেরপুরের নকলায় ডিজিটাল উদ্ভাবনী তথা তথ্যপ্রযুক্তির মাধ্যমে শ্রেষ্ঠ সেবাদানকারী দপ্তরের মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ শেষে এই পুরষ্কার প্রদান করা হয়।
পুরষ্কার বিজয়ী দপ্তর গুলো হলো- প্রথম পুরষ্কার বিজয়ী উপজেলা ভূমি অফিস, দ্বিতীয় পুরষ্কার বিজয়ী উপজেলা সমাজসেবা অফিস ও তৃতীয় পুরষ্কার বিজয়ী হলো বাংলাদেশ পুলিশ নকলা থানা। এছাড়া মেলায় অংশ গ্রহনকারী সকল দপ্তর, প্রতিষ্ঠান ও ব্যক্তিকে শুভেচ্ছা পুরষ্কার প্রদান করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা মুজিব শতবর্ষ মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ-এর সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইসকান্দার হাবিব সহকারী তথ্য কর্মকর্তা সাইমুন শাহানাজসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাশ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।