শেরপুরের শ্রীবরদীতে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন পড়ার জন্য রেহাল প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে জাগো ফাউন্ডেশনের ইয়্যুথ প্লাটফর্ম ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার উদ্যোগে পঞ্চাশ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে এসব রেহাল প্রদান করা হয়।
উপজেলার গিলাগাছা কিরাতুল কুরআন হিফজ ও নূরানী মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বার্তার আলো প্রকল্পের আওতায় এ রেহাল বিতরণ করা হয়।
রেহাল প্রদান অনুষ্ঠানে ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুরের সভাপতি নাঈম তালুকদারের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান রাব্বী, প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, অনলাইন জার্নালিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক জুবায়ের দীপ, সংগঠনের বিভাগীয় প্রতিনিধি টুটুল তালুকদার, সহ সভাপতি সজীব তালুকদার, আদনান, রাজীব, গিলাগাছা কিরাতুল কুরআন হিফজ ও নূরানী মাদ্রাসার মোহতামিম ও জমিদাতা পরিবারের সদস্য, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ অনেকে উপস্থিত ছিলেন।