শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

বাংলাদেশ বেতারের সেতু-তে দ্বিতীয় বারের মতো অংশ নিলেন শেরপুরের তরুণরা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩৫৯ বার পঠিত

বাংলাদেশ বেতারের সেতুতে দ্বিতীয় বারের মতো অংশ নিলেন শেরপুরের তরুণরা। এ তরুণদের মধ্যে একজন হলেন জেলার নকলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য সিমানুর রহমান সুখন। তিনিও বাংলাদেশ বেতারের শ্রোতাদের অংশ গ্রহন মূলক অনুষ্ঠান ‘সেতু’-তে দ্বিতীয় বারের মতো অংশ নিয়েছেন।

সেতুতে অংশ গ্রহন শেষে নকলায় ফিরে এসে পহেলা নভেম্বর (মঙ্গলবার) রাতে নকলা প্রেস ক্লাবের অফিস কক্ষে ক্লাবের কর্মকর্তাদের সাথে তার অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি ও বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শুনার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

এ উপলক্ষে নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনায় ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, কার্যকরী সদস্য ও নালিতাবাড়ী উপজেলার অম্বিয়া বেতার শ্রোতা ক্লাবের অর্থ সম্পাদক সিমানুর রহমান সুখন বক্তব্য রাখেন।

অম্বিয়া বেতার শ্রোতা ক্লাবের অর্থ সম্পাদক সিমানুর রহমান সুখন জানান, অত্যাধুনিক তথ্য প্রযুক্তির প্রভাবে দিন দিন বেতারের শ্রোতা সংখ্যা কমছে। তবে শ্রোতাদের অংশ গ্রহন মূলক অনুষ্ঠান সেতু-এর শ্রোতা সংখ্যা তুলনা মূলক ভাবে ততটা কমেনি। সেতু-এর জনপ্রিয়তা না কমার কারন হিসেবে তিনি জানান, এই অনুষ্ঠানটি শ্রোতাদের অংশ গ্রহন মূলক হওয়ায় সব ধরনের শ্রোতা এটাকে নিয়মিত শুনেন। তিনি বলেন দেশে ১৫ মিনিট পর পর আবহাওয়া বার্তা প্রচার করে একমাত্র বাংলাদেশ বেতারেই। অতএব বাংলাদেশ বেতার শুনার কোন বিকল্প নেই। তাই তিনি বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সমূহ সকলকে নিয়মিত শুনার আহবান জানান।

সুখন আরো জানান, বাংলাদেশ বেতারের শ্রোতাদের অংশ গ্রহন মূলক অনুষ্ঠান সেতু-তে দ্বিতীয় বারের মতো অংশ গ্রহনের জন্য শেরপুরের নালিতাবাড়ী থেকে অম্বিয়া বেতার শ্রোতা ক্লাবের সভাপতি আতিউর রহমান আকাশ, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য সুলায়মান রাসেল, সাহিত্য বিষয়ক সম্পাদক শিমুল পারভেজ, অর্থ সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সদস্য সিমানুর রহমান সুখন অংশ গ্রহন করেন। তাদের অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও পরামর্শ মূলক সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান বিভাগের সহকারী পরিচালক তনুজা মন্ডল ও রেডিও উপস্থাপক কামরুন নাহার হেলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।