‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ; বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারন করে শেরপুরের নকলায় জাতীয় যুব দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদাক শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন।
এছাড়া অন্যান্যরে মধ্যে উপজেলা কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, উপজেলা যুব লীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুল আহসান বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ ও যুবক-যুবনারীগন উপস্থিত ছিলেন।