সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলা বিএডিসি হিমাগারে বাকৃবি’র হর্টিকালচার বিভাগের শিক্ষার্থীদের একদিন কর্মসম্পাদন ফলাফলে সারাদেশের মধ্যে ময়মনসিংহ পলিটেকনিক ১ম ও শেরপুর পলিটেকনিক ৭ম ফেনীতে বন্যাদূর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন নকলায় ভ্যানগাড়ীর চাপায় শিশু নিহত শেরপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে ডপস শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষা উপকরণ বিতরণ নকলায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে ডপস শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষা উপকরণ বিতরণ নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেরপুরে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৯২ বার পঠিত

বিজ্ঞান মনষ্ক, আলোকিত প্রজন্ম গড়ার লক্ষ্যে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘যুক্তিতেই মুক্তি’-এই শ্লোগান মনে প্রাণে ধারন করে সোমবার (৩১ অক্টোবর) শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ডিবেটিং ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানে সার্বিক সহয়োগিতা দিয়েছে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ), শেরপুর ডিস্ট্রিক্ট ডিবেট ফেডারেশন (এসডিডিএফ), নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর।

কর্মশালাটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো।

বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা এ্যানি সুরাইয়া মিলোজ-এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মেন্টর আবু তারেক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের শিফট ইনচার্জ শিক্ষিকা হাসনা হেনা।

অনুষ্ঠানে ভালো বিতার্কিক হওয়ার কৌশল, নিয়ম-কানুন, সনাতনি, সংসদীয়, রম্যসহ বিতর্কের প্রকার ভেদ এবং বিতর্কের বিভিন্ন বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন বিতার্কিক এস.এম. ইমতিয়াজ চৌধুরী শৈবাল, শুভংকর সাহা, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, হাকিম বাবুল, সিনিয়র শিক্ষক নারায়ন চন্দ্র শীল প্রমুখ।

এ বিতর্ক কর্মশালায় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এবং মডেল গার্লস ইনস্টিটিউশনের অন্তত ৮০ জন ক্ষুদে বিতার্কিক অংশ গ্রহণ করে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।