শেরপুরের নকলায় জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর)-২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ পালন উদযাপন উপলক্ষে র্যালি, আলোচান সভা ও হ্যান্ডসেনিটাইজার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, আলোচান সভা ও শিক্ষক-শিক্ষার্থীর মাঝে হ্যান্ডসেনিটাইজার বিতরণ করা হয়।
পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম বেনজীর আহাম্মদ-এর নেতৃত্বে র্যালিটি বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালির অগ্রভাগে ছিলেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. ফরিদুুল আলম, মোহাম্মদ মাহবুবুর রহমান, মো. ছাখাওয়াতুল্লাহ, সাবিনা ইয়াসমিন, মীর মোতালেব হোসেন শিপন, মো. বোরহান উদ্দিন, ফিরোজ আহমেদ, মো. আসাদুজ্জামান, তোফায়েল আহমেদ, ফরিদুল ইসলাম, ইসরাত জাহান, নাহিদ সুলতানা প্রমুখ।
এছাড়া র্যালিতে অফিস সহকারি আব্দুল জলিল, ল্যাব সহকারী মনোহর মাহমুদ মিলনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, ছয় শতাধিক শিক্ষার্থী ও ব্র্যাক ওয়াশ কর্মসূচীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন অংশ গ্রহন করেন।
র্যালি শেষে সচেতনতা বৃদ্ধিতে প্রধান শিক্ষক এ.বি.এম বেনজীর আহাম্মদ-এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচানা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সবশেষে এনজিও ব্র্যাক এর অর্থায়নে সকল শিক্ষক ও ছয় শতাধিক শিক্ষার্থীদের মাঝে হ্যান্ডসেনিটাইজারের ছোট প্যাকেট বিতরণ করা হয়।
অন্যদিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বুলবুল আহমেদ, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রোমমান আরা জান্নাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষা প্রতষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।