বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

নকলায় সিইউবি’র কমিটি গঠন কল্পে আলোচনা সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৪১১ বার পঠিত

শেরপুরের নকলায় ‘ক্লিন আপ বাংলাদেশ’ (সিইউবি)-এর নকলা উপজেলা কমিটি গঠন কল্পে স্বেচ্ছাসেবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে নকলা প্রেস ক্লাবের অফিস কক্ষে ক্লিন আপ বাংলাদেশ’র ভাইস চেয়ারম্যান মো. আল আমিন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লিন আপ বাংলাদেশ’র চেয়ারম্যান এ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, ক্লিন আপ বাংলাদেশ’র এক্সিকিউটিভ বোর্ড ডিরেক্টর আবু আল সাইদ সিফাত ও উৎসব সিং সাগর, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের সাবেক সভাপতি ও নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নূর এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মো. নূর হোসাইন, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল-আমিন ও সাধারণ সম্পাদক রাশেদুল কিবরিয়া রাশেদ ও সিনিয়র সহ-সভাপতি মকিব হোসেন মামুন।

এছাড়া আরো বক্তব্য রাখেন- ক্লিন আপ বাংলাদেশ’র ফিন্যান্স ডেপুটি ডিরেক্টর রেজাউল করিম আবু নাঈম, ক্লিন আপ ময়মনসিংহ সিটি টিমের ডেপুটি কো-অর্ডিনেটর শাহীদুল ইসলাম রাকিব, নকলা প্রেস ক্লাবের বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক আসাদুজ্জামান সৌরভ, প্রেস ক্লাবের প্রচার সম্পাদক স্বেচ্ছাসেবক নাহিদুল ইসলাম রিজন, ক্লিন আপ শেরপুর জেলার সহকারী লজিস্টিক সমন্বয়ক আশরাফুল আলম, মিডিয়া মনিটর শোয়াইব ইসলাম, শেরপুর সদর উপজেলার কোর্ডিনেটর আশরাফুল ইসলাম প্রমুখ।

এসময় তরুণ স্বেচ্ছাসেবক আবু আল সাঈদ সিফাত, রেজাউল করিম নাঈম, হাসান মিয়া, তরিকুল ইসলাম, খাইরুল ইসলাম, হাফেজ মো. আল-আমিন, আবুজর গিফারী, সোহাগ মিয়া, মাহফুজুর রহমান, ইমতিয়াজ নূর আহাম্মদ, সৌরভ আহমেদ সজিব, নজরুল ইসলাম, কালাম মিয়া, শহিদুল ইসলাম, আহসান হাবীব, পারভেজ হোসাইন, ইমাম হসান সাব্বির, রিফাত, মিনার হোসাইন রাজু, রাজিব সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে ময়মনসিংহ বিভাগের মধ্যে পর্যটনে সমৃদ্ধ বাংলা-ভারত সীমান্তবর্তী জেলা শেরপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব মানবতার কান্ডারী হিসেবে খ্যাত রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন-এর সভাপতি রাজিয়া ডালিয়া ও রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন-এর উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মোহাম্মদ নূরুল ইসলাম হিরোসহ পরিচ্ছন্ন মনমানসিকতা সম্পন্ন অনেকের সাথে সৌজন্যে স্বাক্ষাৎ করে ক্লিন আপ বাংলাদেশ-এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্লিন আপ বাংলাদেশ-এর নেতৃবৃন্দরা জানান, ক্লিন আপ বাংলাদেশ-এর স্বেচ্ছাসবকগন মানুষদের মাঝে পরিচ্ছন্ন মানসিকতার চর্চা বাড়াতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।