শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ নকলার ইউএনও’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা বিনিময় নকলার ইউএনও ও সমাজসেবা কর্মকর্তাকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা নকলায় সাংবাকিদের সাথে বিদায়ী ইউএনও’র মতবিনিময় সভা নকলায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে প্রেসক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন নকলা প্রেসক্লাব’র উন্নয়নে তারুণ্যের অর্জনে সর্বসাধারনের আস্থা

নকলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনাকাঙ্খিত বিশৃঙ্খলা ঠেকাতে ছাত্রলীগের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২২৫ বার পঠিত

শেরপুরের নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল ছিলো উল্লেখযোগ্য।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) উপজেলা যুবদল ও শহর যুবদলের আয়োজনে পৌর শহরের খাদ্য গুদাম এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুম।

পৌর যুবদলের আহবায়ক মশিউর রহমান লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদুর রহমান।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- পৌর বিএনপির আহবায়ক কামরুল আলম খান, সদস্য সচিব মাহমুদুল হক দুলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মুক্তার, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, টালকি ইউপি চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল প্রমুখ। এ সময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অনাকাঙ্খিত ঘটনা ও বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করেছিলো বাংলাদেশ ছাত্রলীগ। এ উপলক্ষকে কেন্দ্র করে নকলায় যেন কোন প্রকার বিশৃঙ্খলা ও অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে, এর জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলো বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার সাবেক ও নকলা উপজেলা শাখার বর্তমান নেতাকর্মীরা।

সতর্কাবস্থার অংশ হিসেবে পৌর শহরের নালিতাবাড়ী মোড়ে ঐক্যবদ্ধ হয়ে শেকিছু সময় অবস্থান করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর পরে মিছিল আকারে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করেন তারা।

এসময় নকলা উপজেলা ছাত্র লীগের আহবায়ক আবু হামযা কনক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা শাখার যুগ্ম আহবায়ক শাহারিয়া তালুকদার সৌরভ, জেলা শাখার সাবেক সহ-সভাপতি রাব্বিনুর রহমান জুয়েল, জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ,  জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আরেফিন সরকার রাফি, জেলা কমিটির উপ-কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শোয়েব মাহমুদ রিশাদ, জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক অনিক কুমার জয়, উপজেলা ছাত্রলীগের আব্দুস ছোবাহান ও মাহফুজুল ইসলাম, সদস্য কামরান হাসান রাব্বীসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্র লীগের নেতৃস্থানীয় বেশ কয়েকজন বলেন, বর্তমানে বিএনপি ভাসমান ভেলার মতো আছে। তাই তারা যেকোন সময় যেকোন এলাকায় বিশৃঙ্খলা বা অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি করতে পারে। বরাবর নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকারী বিএনপির অনাকাঙ্খিত বিশৃঙ্খলা বা ঘটনা ঠেকাতে তারুণ্যের বিকল্প নেই। তাই দেশ ও জাতির কল্যাণে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক তারা সর্বোচ্চ সর্তক অবস্থানে ছিলেন বলে তারা জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় কোন প্রকার বিশৃঙ্খলা বা অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি নাহওয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রলীগের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে বলে সরেজমিনে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।