শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
৬ ডিসেম্বর শ্রীবরদী হানাদার মুক্ত দিবস নকলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের শপথ গ্রহণ নকলায় জন্ম নিবন্ধনে আগ্রহী করতে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন শেরপুরের ছানার পায়েসের কদর দেশ বিদেশে, জিআই পণ্যের মর্যাদা অর্জন পেশাজীবী অধিকার পরিষদের শেরপুরে জেলা শাখার কমিটি গঠন : সভাপতি শহিদুল, সা.সম্পাদক ফারুক ফুল ও গাছের চারা বিক্রি করে বছরে সঞ্চয় লাখ টাকা নকলায় জিয়া মঞ্চ’র উপজেলা কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ

দেশের অধিকাংশ জায়গায় বিশ্ব শিক্ষক দিবস নিরবে অতিবাহিত হলেও শেরপুরে যথাযথ মর্যাদায় উদযাপন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৫৩ বার পঠিত

আজ ২৫ অক্টাবর বিশ্ব শিক্ষক দিবস। গুরুত্বপূর্ণ এ দিবসটি দেশের অধিকাংশ জায়গায় নিরবে অতিবাহিত হলেও শেরপুরে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। ‘শিক্ষকদের দিয়েই শিক্ষায় রূপান্তর শুরু’ এমন প্রতিপাদ্য নিয়ে শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২২ উদযাপন করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (২৫ অক্টাবর) শেরপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গণসাক্ষরতা অভিযানের সহায়তায় দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা এ আলোচনা সভার আয়োজন করে।

জেলা প্রশাসকের কার্যালয়ের তুলসিমালা হল রুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ।

অনুষ্ঠানে প্রতিপাদ্যের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক নাহিদা সুলতানা ইলা। এছাড়া অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইমান আলী, প্রাথমিক শিক্ষক নেতা ইশরাত জাহান শম্পা, প্রধান শিক্ষক সাজ্জাত হোসেন, করুণা দাস কারুয়া, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিয়াউর রহমান জুয়েল ও সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ।

শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির দাবী জানিয়ে বলেন, শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো করতে হবে। ভালো কাজের স্বীকৃতি প্রদানে প্রণোদনার ব্যবস্থা করতে হবে। শিক্ষকরা যাতে নির্বিঘ্নে শ্রেনী কক্ষে পাঠদান করতে পারেন, তারা যাতে নির্যাতন, হয়রানির শিকার নাহন, সেজন্য তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নতুন নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান জাননা, ভবিষ্যৎ প্রজন্মকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী ২০২৩ সাল থেকে নতুন পাঠ্যক্রমে শিক্ষা কার্যক্রম চলবে। এজন্য নিজেদের খাপখাইয়ে নেওয়ার জন্য শিক্ষকদের যথাযথ ভাবে প্রস্তুতি নিতে হবে। শিক্ষার এখন নতুন শ্লোগান হলো-জীবন ব্যাপী শিক্ষা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, শিক্ষকরা এখন বহু ধারায় বিভক্ত। শিক্ষকের মর্যাদা ফিরিয়ে আনার জন্য নিজেদের আগে সংশোধন হতে হবে। শিক্ষকরা ঐক্যবদ্ধ থকলে তাদের শক্তি এবং মর্যাদা বৃদ্ধি পাবে। তিনি নিয়োগ বিধির নানা জটিলতা এবং পদ্ধতিগত ও ব্যবস্থাপনা ত্রুটির কারণে শিক্ষা ক্ষেত্রে কিছু সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, যত সমস্যাই থাকুক আমাদের থেমে থাকলে চলবেনা। শিক্ষকরা হলেন শিশুর শেষ আশ্রয় স্থল। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করি, তাহলে একদিন অবশ্যই পরিবর্তন আসবে।

মূল প্রবন্ধে বলা হয়, আমাদের দেশে বর্তমানে প্রায় ৫ কোটি শিক্ষার্থী রয়েছে। যা অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। এ বিপুল জনসংখ্যক শিক্ষার্থীকে মানব সম্পদে রূপান্তর করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। দ্রুত পরিবর্তনশীল পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় রেখে যোগ্যতা ভিত্তিক শিক্ষায় শিক্ষকদের নতুন ভাবে প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের শিখন দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতা ও বিশ্লেষণী চিন্তার উন্নয়ন ঘটানোর ব্যাপারে গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অবকাঠামো ও ব্যবস্থাপনাগত উন্নয়ন ও রূপান্তর জরুরি। সেই সাথে পর্যাপ্ত সম্পদ ও উপকরণ এবং দক্ষ ও কার্যকর পরিচালন ব্যবস্থার আওতায় শিক্ষক ও প্রশিক্ষকদের ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ, পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ ও যথাযথ সম্মানী প্রদান করা প্রয়োজন। এজন্য সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা এখনই সময়। তবেই সবার জন্য অন্তর্ভুক্তি মুলক ও সমতা ভিত্তিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করণ এবং জীবন ব্যাপী শিক্ষার সুযোগ তৈরী হবে।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীগন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক, বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুধীবৃন্দ অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, শিক্ষা জাতির মেরুদন্ড, আর শিক্ষকগন জাতি গড়ার কারিগর। অথচ জাতির মেরুদন্ড খ্যাত গুরুত্বপূর্ণ বিষয়টি যাদের অক্লান্ত পরিশ্রমে আজ বিশ্ব দরবারে মাথা উচু করে চলতে পথ দেখিয়েছে; তাদের সম্মানার্থে ঘোষিত বিশ্ব শিক্ষক দিবসটিতে প্রায় সব জেলা ও উপজেলায় কোন প্রকার কর্মসূচি পালন না করে হেলায় অতিবাহিত করা হয়। এটা একান্ত দুঃখ জনক বলে মন্তব্য করে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।