শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১ নকলায় পারিবারিক পুষ্টি বাগানের জন্য বীজ সার ও গাছের চারাসহ কৃষি উপকরণ বিতরণ জামাত বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডের কারনে সারাদেশে যখন কার্ফিও বিরাজমান, নকলার জনগন তখনো যেন মায়ের কোলে জরুরি ভিত্তিতে নকলা থানায় আবাসিক ভবন দরকার নকলায় বৈষম্যমূলক কোটা সংস্কার দাবিতে ও শিক্ষার্থীর ওপর বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন নকলায় উন্নয়ন সহায়তা কর্মসূচির টিউবওয়েল বিতরণ মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শ্লোগানের প্রতিবাদে নকলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন এবার শেরপুরকে ঘিরে তৈরি হচ্ছে ইত্যাদি অনুষ্ঠান : সকল কাজ প্রায় শেষ বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় নকলায় “মাদককে না বলুন” কর্মসূচি বাস্তবায়নে শপথ গ্রহণ

শেরপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৮৩ বার পঠিত

‘অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’-এই প্রতিপাদ্য নিয়ে শেরপুরে শুরু হয়েছে তিনদিন ব্যাপী কৃষিমেলা। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ মেলা চলবে।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় সদর উপজেলা কৃষি অফিস এ মেলার আয়োজন করেছে। মেলায় ১০ টি স্টল স্থাপন করা হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এ কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুবাইয়া ইয়াসমিন প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা কৃষি অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা খাদ্য নিরাপত্তা ও কৃষির বৈচিত্র উৎপাদনে কৃষকদের আরও বেশি এগিয়ে আসার আহবান জানান। তারা আরও বলেন, এখন দেশে অনেক শিক্ষিত ছেলে-মেয়েরা কৃষি কাজে সম্পৃক্ত হয়ে নিজেদের ভাগ্য বদল করেছে। কৃষি মেলার মাধ্যমে যারা এখনও বেকার রয়েছে তাদের উৎসাহিত করে কৃষি কাজে সম্পৃক্ত করলে বেকারত্ব অনেকাংশে কমে যাবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। আধুনিক কৃষিতে শিক্ষিত যুবক-যুবতীদের সম্পৃক্ততা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন জানান, আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এই কৃষিমেলা। মেলায় ১০ টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে মডেল ভিলেজ, প্ল্যান্ট ক্লিনিক, কৃষি মিউজিয়াম, পলিনেট হাউজে উচ্চ মূল্যের ফসল উৎপাদন, জৈব বালাই নাশক, নার্সারিতে চারা উৎপাদন, ফল সমাহার, বীজের নমুনা প্রদর্শনী, ফলজ-ওষধি-বনজ গাছের নার্সারী, ভাসমান বেডে সবজি চাষ মডেল, আধুনিক ও সনাতন কৃষি সরঞ্জাম এবং বিশ্ব কৃষিতে বাংলাদেশের অবস্থান প্রভৃতি বিষয়াদি তুলে ধরা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।