শেরপুরের নকলা উপজেলার তরুণ শিক্ষানুরাগী মুহাম্মদ তৌহিদুল আলম রাসেলের প্রতিষ্ঠা করা পাঠশালা’র সকল শিক্ষার্থীরা নিজের চেহেরায় শেখ রাসেলের ছবি লাগিয়ে কল্পনায় শেখ রাসেল সেজে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কণিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৫৯তম জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন করেছে। শিশু শিক্ষার্থীদের ব্যতিক্রমী এ দিবস উদযাপন উপজেলাবাসীসহ সকলের নজর কেড়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৮অক্টোবর) নকলা পৌর শহরের গ্রীনরোডস্থ পাঠশালাকে অঙ্গন দৃষ্টি নন্দন সাজে সাজানো হয়। আয়োজন করা হয় শেখ রাসেল সংশ্লিষ্ঠ কবিতা-ছড়া আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিজয়ীদের পুরষ্কার হিসেবে প্রদান করা হয় বিভিন্ন শিক্ষা উপকরণ।
এসময় ইউরোপীয়ান ষ্ট্যান্ডার্ড স্কুল এবং স্কলাষ্টিকা’র প্রাক্তন সিনিয়র ইংরেজি শিক্ষক, পাঠশালা নামক শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মুহাম্মদ তৌহিদুল আলম রাসেলের সভাপতিত্বে ও শিক্ষক ফাতেমাতুজ জহুরা রাত্রি’র পরিচালনায় এসকল অনুষ্ঠানে পাঠশালার সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মুহাম্মদ তৌহিদুল আলম রাসেল জানান, এক শেখ রাসেল লোকান্তরে হলেও দেশে শত শত শেখ রাসেল তৈরী করার চেষ্ঠা করা হচ্ছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে শেখ রাসেল সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করতে শিশু শিক্ষার্থীদের নিয়ে শেখ রাসেল-এর ৫৯তম জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবসটি ব্যতিক্রমী আয়োজনে উদযাপন করার লক্ষে এমন উদ্যোগ নেওয়া হয়। এতে করে শিশু শিক্ষার্থীদের মাঝে শেখ রাসেল সম্পর্কে জানার আগ্রহ বেড়েছে, যা দেখে যেকেউ অবাক হওয়ার কথা।
তিনি বলেন, অন্যদের মতো আমিও আমার প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের শেখ রাসেলে মতো করে তৈরীর করার কঠিন কাজে নেমেছি। তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন রাজধানী ঢাকা শহরে ইংরেজি মাধ্যমে পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে ইংরেজি মাধ্যমে দেশীয় শিক্ষার প্রসার ঘটিয়েছি। তবে প্রতিটি মানুষের নিজের জন্মভূমির জন্য কিছু করার দরকার, এমন দায়িত্ববোধ থেকেই নিজ জন্মভূমি নকলাতে এ শিক্ষার প্রসার ঘটাতে তিনি রাজধানী ঢাকা শহর ছেড়ে উপজেলা শহরে এসেছেন বলে তিনি জানান। বিদ্যালয়টির সুমান ধরে রাখতে ও উত্তরোত্তর সুমান বৃদ্ধি করতে নিজের অবস্থান থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করে সকলের কাছে পরামর্শ ও শিক্ষার্থী ভর্তি করানোসহ সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
পৌর শহরের প্রাণকেন্দ্র গ্রীনরোডে স্থাপিত “পাঠশালা” নামক এ বিদ্যালয়ের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত আছেন দেশ বিদেশের বরেন্য শিক্ষানুরাগীগন। তাদের মধ্যে দুই জনে হলেনঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, দেশ বরেণ্য শিক্ষাবিদ, বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী ওহল্যান্ডের আমস্টারডাম সেন্ট্রাল হাসপাতালের অবসরপ্রাপ্ত পুষ্টিবিদ ও প্রধান পাচক জ্যাক হিনেইন অন্যতম। ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী কর্তৃক আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে পাঠশালা নামক এ বিদ্যাপীঠটির যাত্রা শুরু হয়।