শেরপুরের নকলায় বায়েজিদ রানা (১৬) নামে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার মাঝরাতে উপজেলার চরমধুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। সে চরমধুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য সোহেল রানার ছেলে।
জানা গেছে, শনিবার মাঝরাতে নিজের শয়ন কক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। বরাবরের ন্যায় কোন সাড়াশব্দ নাপেয়ে পরিবারের লোকজন ঘরে প্রবেশ করে দেখেন যে, বায়েজিদ রানা ঘরের ধন্যার সাথে ঝুলে আছে। পরে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান ঘনটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে মরদেহ থানায় এনে ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিশোর বয়সে কেন আত্মহত্যার মতো পথ বেছে নিয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট পেয়ে ও তদন্তের পরে আত্মহত্যার প্রকৃত কারন জানা যেতে পারে বলে ওসি মুশফিকুর রহমান জানান।