বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

নকলায় জাতীয় জন্ম ও মুত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৮৭ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরের দিকে এই র‌্যালি করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ-এঁর নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগন ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন তথ্য কেন্দ্রের উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।