শেরপুরের নকলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বর্নাঢ্য এক র্যালি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৪ অক্টোবর) “সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার”-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিটির অগ্রভাবে ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমিন, প্রশিক্ষক হেলালী খাতুন, আইনুন নাহার প্রমুখ।
এছাড়া র্যালিতে উপজেলা বিআরডিবি কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা খাদ্য পরিদর্শক, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক, সহকারী প্রোগ্রামার, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, মহিলা বিষয়কের বিভিন্ন বিষয়ের নারী প্রশিক্ষনার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশা-শ্রেণির জনগন অংশ গ্রহন করেন।